সরকারর নীতি ও কার্যক্রমের সাথে ব্যাপক জনগোষ্ঠীকে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে তথ্যসেবার মাধ্যমে সচেতন, উদ্বুদ্ধ এবং উন্নয়নের ধারায় সম্পৃক্তকরণ। সাম্প্রতিক সময়ে জেলা তথ্য অফিস, রংপুর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)' র আওতায় নিন্মবর্ণিত কার্যক্রম বাস্তবায়ন করেছে :
* সড়কে ২০০ ইউনিট জগুরুত্বপূর্ণ বার্তা প্রচার।
* ১৬০টি জনসচেতনতামূলক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী/কুইজ প্রতিযোগিতা।
* ২২টি আলোচনা সভা/মতবিনিময় সভা/কর্মশালা, নারী সমাবেশ ও শিশু মেলা/সমাবেশ আয়েজন/ভার্চুয়াল সভা আয়োজন।
* ১৭টি উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক আয়োজন/ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক আয়োজন।
* ২৫টি আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান আয়েঅজন/রেকর্ডকৃত ঐরূপ সংগীত প্রচার।
* ৫০টি সচেতনতামূলক বার্তা/কনটেন্টস অনলাইনে প্রচার।
* ০১টি জনগণের কথা শীর্ষক অনুষ্ঠান আয়োজন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS